বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ২০১৮ এর একুশের বইমেলায় নিউইয়র্ক অভিবাসী কবি ফারহানা ইলিয়াস তুলি’র কাব্যগ্রন্থ ‘পরাগায়নের পূর্বশর্ত’ প্রকাশিত হয়েছে।
‘পরাগায়নের পূর্বশর্ত’ বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন,[স্টল-৬২০ সোহরাওয়ার্দী উদ্যান]। প্রচ্ছদ এঁকেছেন- রাজীব দত্ত। মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
ফারহানা ইলিয়াস তুলি জীবনবাদী কবি। তিনি পংক্তির পালক সাজান যাপিত সময়কে নিংড়ে। তিন ফর্মার এই বইয়ে ৪০টি কবিতা রয়েছে। এটি কবির দ্বিতীয় বই।
এর আগে তার ‘নেমে আসে সন্ধ্যার স্বর’ (১৯৯৯,বিদ্যাপ্রকাশ), প্রকাশিত হয়েছিল।
বইটি বইমেলায় প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে।