সৈয়দ রফিকুল আলমের কবিতা

ঋতু

 

স্বর্ণালু ফুল ঝুমকো দোলায় দোলে
প্রান্ত পথের বাহারি শ্বাস গিলে
হলুদ বর্ণা প্রীতম আভার কোলে
সারি সারি তরু বিলোয় চৌকস মোহে।

 

সুয়া পাখি ডাকে লতায় পাতায় বসে
কুকীলা কণ্ঠে সু-মধুর গীত গাহে
চলা চল পথে পান্থ জনেরা মিষ্টি মধুর রসে
শ্রান্তি ক্ষয়ে বৈশাখী তরুর দৃষ্টি শোভা চাহে।

 

পথে আল পথে প্রকৃতি ভান্ডে-
রম্য মোহনীয় আরো কতো আছে
অজানা শোভন বনজ পাপড়ি তটে
চোখ জুড়ে যায় বসন্ত বায়ু দোলাদোলে নাচে।

 

পতিত পাবণ শারদের ওম শুকা মাটি তলে
ফুলের সাঁজির বর্ণে যমকে, ঠমকে চমকে
রং রূপ সুর নেচে ওঠে মনে নির্বাকে টলে
প্রকৃতি ঋতুর ছায়া পার্বণে ভরে যায় বুক।

 
seasonal-flower

Print Friendly, PDF & Email

Related Posts