বইমেলায় খালেদ উদ-দীনের তিন বই

সুমিত্র প্রধান : এবারের বইমেলায় কবি ও শিশুসাহিত্যিক খালেদ উদ-দীনের তিনটি নতুন বই প্রকাশিত হয়েছে। তাঁর চতুর্থ কবিতাবই ‘নৈঃশব্দ্যের জলজোছনা’ প্রকাশ করেছে নাগরী প্রকাশন। এই নাগরী থেকেই এসেছে শিশু-কিশোর গল্পবই ‘শেফালি খালার গল্প’। ওপর শিশুতোষ গল্পবই ‘পাখিবন্ধু’ প্রকাশ করেছে পায়রা প্রকাশনী।

‘নৈঃশব্দ্যের জলজোছনা’ নিরীক্ষাধর্মী কবিতার বই। ধ্রুব এষের প্রচ্ছদে একশগ্রাম অফসেটে ছাপা ও মানানসই বাঁধাইয়ে মেলায় এসেছে ৯ ফেব্রুয়ারি। বইটি ঢাকা ও সিলেটের বইমেলায় নাগরী প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। খালেদ উদ-দীন এ কবিতাবইয়ে এঁকেছেন এমন এক অাখ্যান যেখানে রঙিন সময়ের অাড়ালে হাহাকারময় অন্তরজ্বালাও উঠে এসেছে।

খালেদ উদ-দীনের প্রথম শিশুতোষ গল্পের বই ‘সুপারম্যান’ প্রকাশিত হয় ২০১৬ সালের অমর একুশে বইমেলায় নাগরী প্রকাশন থেকে। ২০১৭ সালে প্রকাশিত হয় ‘কথা বলা পাখি’। এই দুই গল্পবইয়ের মাধ্যমেই শিশু-কিশোরদের গল্প লেখক হিসেবে পরিচিত হয়ে ওঠেন খালেদ উদ-দীন।

এবার পায়রা প্রকাশনি থেকে প্রকাশিত ‘পাখিবন্ধু’ বইয়ে গল্প একটি। শহরের বাসায় চাকুরীজীবী মা বাবার একমাত্র মেয়ে–স্কুল থেকে বাসায় অাসার পর একেবারে একা হয়ে যায়। কথা বলার কেউ নাই। সময় কাটতে চায় না। বারান্দার পাশে পেয়ারা গাছে এসে বসা শালিক পাখির সাথে তার মনে মনে কথা হয়। সে প্রতিদিন শালিককে খেতে দেয়। এবং মেয়েটি একটি কথাবলার বন্ধু পেয়ে যায়। এমনই গল্প। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী টিটনকান্তি দাশ।

নাগরী প্রকাশ থেকে প্রকাশিত ‘শেফালি খালার গল্প’ বইটি চারটি শিশুতোষ গল্পের সংকলন। সজলকান্তি সরকারের চমৎকার প্রচ্ছদ ও অলংকরণে বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। চড়ুইপাখির বাসা তৈরী এবং পাখিটিকে কেন্দ্রকরে এক শিশুর অালোড়িত উত্তেজনা নিয়ে ‘চড়ুইপাখি’ গল্প। ‘দাদুভাইয়ের পমি’ গল্পে মানুষের প্রতি তার পোষা প্রাণী কুকুরের যে অপরিসীম ভালোবাসা দেখা যায়, সে থেকে শিশুদের মনে ভালোবাসাবোধ যেমন জাগ্রত হবে তেমনি ভালোবাসলে যে ভালোবাসা পাওয়া যায় সেই চিরায়ত শিক্ষাই তুলে ধরা হয়েছে। মিথিলা দাদিবাড়ি যাবে–গল্পের বিষয় বর্তমান শহুরে জীবনের কঠিন বাস্তবতা। চাকুরীরত মা বাবার একমাত্র সন্তান মিথিলা। বেড়াতে নিয়ে যাবার সময় হয় না মা বাবার। বাবার মুখে শুনা দাদিবাড়ি গল্প তার কোমল মনে স্বপ্ন তৈরী করে। সে গ্রামে যেতে চায়। অবশেষে একদিন সময় হয় মা বাবার। গ্রামে গিয়ে যা দেখে তাতেই সে মুগ্ধ হয়। থেকে যেতে চায় মিথিলা।

প্রকাশিত বই তিনটি ঢাকা ও সিলেটের বইমেলার পাশাপাশি দেশের অভিজাত লাইব্রেরি সমুহেও পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

Related Posts