স্হানান্তরিত হতে হতে ॥ পদ্মনাভ অধিকারী

 

জটিল জীবনের সমীকরনের
উপসংহার টানতে,চোখ রাখি
সার্শীতে,—জীবন নামের পরাবাস্তবতার
শিল্পগুলোর রূপকাঠামোর
নির্মাণশৈলী কী তা খুঁজতে।
তবু বারবার কেনো ভ্রান্তির ভ্রমে
কালাতিপাত!তবে পরাবাস্তবতা কী!
তা কী সমাজ জীবনে আত্মগোপন করে
নিজেরে আবিষ্কার! যে কথার
সমীকরণ মেলাতেই কী
প্রণের সূচনাকাল থেকে
এইকাল-এই অবধি! !
প্রাপ্তির প্রার্থনার বেড়াজালে আটকা,
প্রাণবায়ুকে জীবন ভেবেই কী;এই ভ্রান্তি!
না-জীবন নামের বাস্তব শিল্পের
শিল্পরূপ ই-এই জীবন! কী করে
মিলবে তার সমীকরণ!!
না-দাবার গুঁটির মতো, স্হানান্তরিত হতে হতে……

 

আর কত হেঁয়ালী…
একটা কাঙ্ক্ষিত কামনা যখন
কানায় কানায়,তা কি পূরণ করেছ.ক’খনো?
না।
তবে যে বল্লে ,ব্যভিচারী,নষ্টা-ভ্রষ্টা?
তোমার মতো অনেক সাধু-সন্ন্যাসী দেখেছি।
তা হলে স্বীকার করছ? তুমি বহুগামিনী?
না-না ,তা’হব কেনো।
তবে যে বল্লে? সেটা কি বাস্তব অভিজ্ঞতার…,না-হেয় করবার জন্যে?
জানি না।
তবে যে বল্লে?!
কত ঘনিষ্ঠ হও কিম্বা, চটে গেলে তোমার শ্রী
কেমন হয়,তা প্রত্যক্ষ করতেই; ও সব বলা।
এতো কাছ থেকে দেখেও , এতো সন্ধেহ!
জানি না, হা–হা–হা…।
আর কতো হেঁয়ালী করবে জীবনে!
Print Friendly, PDF & Email

Related Posts