বসন্ত বাহার // সৈয়দ রফিকুল আলম

আগুনে ফাগুন জ্বলে বাহারি প্রাঙ্গণে ঘর ও বাহির ঋদে
নানা বর্ণা ফোটাফোটা ফুলের সাঁজিতে উড়ন্ত বাতাসে দোল
লতাগুল্ম প্রাণ পায় সু-স্বাস্থ্যে সজীব মোহিনী আকর্ষে কোল
ফুটন্ত পরাগে বিন্দু বিন্দু কণা ফোয়ারার মিহিধ্বনি বৃন্ধে।

 

হলুদিয়া শাড়ি দোলে বসন্ত বাতাসে আগমণীর উচ্ছ্বাসে
তরুণ তরুণী শিশু-ঘরের বাহিরে ফুল্ল; সাজ সাজ রবে
কিশলয় কচি কচি পাতা ডাকে আয় আয় চটকে সরবে
উদাসী মনের বিভা ছুটে যায় দৃষ্টিস্নাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে।

 

সন্যাস প্রবণ মণ উড়ে গেরুয়া বসনে উদাসী বৈভবে
বসন্ত ফুলের মতো নিস্কলুষ ফুটফুটে অন্তরে বাহিরে
জাগতিক টানা-পোড়েন নিপাতে ঘিরে ধুয়ে যাক সব দূর-
হরেক ফুলের শোভা উছলিয়া ওঠে ঋদ্ধ সুন্দর ভৈরবে।

 

বসন্ত দুয়ার খুলে যাক ছয়-ঋতুচক্রে মন ও মননে
পবিত্র বাতাস বহে যেন নিস্পাপ কলুষমুক্ত সু লক্ষণে।

 

 
সৈয়দ রফিকুল আলম ১৪, কাতালগঞ্জ আবাসিক এলাকা চট্টগাম।

Print Friendly, PDF & Email

Related Posts