ছায়া ॥ হুমায়ন হাসান

ছায়া দেখে ভয় পাও
ফিরেও তাকাবে না একদিন নিজের ছায়ার দিকে
দাঁড়াবে না তাকে দেখে আর। অচেনা ছায়ার পিছে
হেঁটে-হেঁটে পার করে দিবে তুমি কতোনা সময়–
আরেকটু বড়ো হও!

 

যদি চাও আলো ছেড়ে অন্ধকারে দাঁড়াতে পারো
আঁধারেও ছায়া আছে, সে-মায়ায় জড়াতে পারো–
নিম্প্রাণ ছায়ার ভিতরে ভয় নাই
ছায়ার কোনো ছায়া নাই।

 

কতো সকাল অলক্ষে বহে, কতো দুপুর কেটে যাবে
খর রৌদ্রের দ্রোহে, ভালোবাসা এসে নির্জনে ডেকে
নিয়ে যাবে বিকাল-সৌরভে। তুমি ছায়ার কথা ভুলে
মুগ্ধ উচ্ছ্বাসে নেমে যাবে লিলুয়া-লুব্ধ মহুয়ার দেহে।

 

আজ ছায়ার পাশে দাঁড়িয়ে থাকে কায়া, অজর মায়া–
একা-একা ছায়ার কোনো কায়া নাই
ছায়াদের কোনো মায়া নাই।

০৮.০৩.১৮

Print Friendly, PDF & Email

Related Posts