বিডি মেট্রোনিউজ॥ অন্তিম ইচ্ছানুযায়ী বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদকে। সোমবার বেলা ১১টার দিকে গলাচিপা উপজেলার নিজ গ্রাম ডাউকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিশিষ্ট এ সাংবাদিকের মরদেহ আনা হয়। প্রথমে তার মৃতদেহ গলাচিপা
উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে রাখা হয়। এরপরে প্রেসক্লাব চত্বরে রাখা হয় কিছুক্ষণ। এসময় সাংবাদিক, আওয়ামী লীগ এবং সুশীল সমাজের নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। রাতে আলতাফ মাহমুদের মরদেহ উপজেলা শহরের ৭নং ওয়ার্ডের নিজ বাসভবনে রাখা হয়। মরদেহ নিজ এলাকা পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায় প্রেসক্লাব চত্বরসহ সামাজিক অঙ্গণে। এ সাংবাদিক নেতার মৃত্যুতে পটুয়াখালী-গলাচিপাসহ উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকরা তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬২ বছর। গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।