আলতাফ মাহমুদের জন্য বুধবার দোয়ার আয়োজন

বিডি মেট্রোনিউজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের জন্য দোয়ার আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজে। বুধবার আসরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসক্লাবের স্থায়ী সদস্য আলতাফ মাহমুদ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।  সোমবার সকাল ১১টায় পটুয়াখালীর গলাচিপায় বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। স্পাইনাল কর্ডে সমস্যার কারণে তার দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবার তার মেরুদেণ্ড অস্ত্রোপচার করে।

কিন্তু শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

Related Posts