আমি নইতো একেলা
আমার আছে
সীমাহীন নীলাকাশ
সাগরের বিস্তৃর্ণ জলরাশি,
শুভ্র সাদা মেঘের ভেলা।
আমি নইতো একেলা!
আমার আছে
অরণ্য-বন-বিথীকা
দিগন্তজোড়া শ্যামল শস্যক্ষেত্র,
শেষ বিকেলে আলোছায়ার খেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে
মনমাতানো বাহারী ফুল
পাখির কিচিরমিচির-কলতান,
বেলাভূমি ও গোধুলীবেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে
রাতের অপরূপ তারামন্ডল
নিশ্চুপ জোৎস্না বিলাস,
জোনাকির ঝিকিমিকি খেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে
একরাশ বেদনা বিধুর স্মৃতি
বিরহ বেদনার কাব্য,
অপাঙ্গে জলাঙ্গীর মেলা।
আমি নইতো একেলা!!
চশমা
লোক মারফত খবর পেলাম
তোমার চোখে চশমা লেগেছে!
পাওয়ার কত?
কি ফ্রেম? কালো না কার্বন?
তোমার মায়াময় শ্যামল মুখাবয়বে
কার্বনটাই বেশ মানাবে।
শান্ত, ধীর, রহস্যময়ী নারী
যেন পেন্সিলে আকা পরী:
আমি বেশ অনুমান করতে পারি।
জানো চশমাটাকে আমার
বড্ড হিংসা হয়,
ডাক্তার একটি কলমের খোঁচা দিল,
নিমিষেই চশমাটি তোমার হযে গেল!
ভালবেসে বসে গেল
তোমার নাকের ডগায়!
যা আমার হয়নি হায়
আজীবন তপস্যায়।
পুনর্জনম যদি পাই,
বিধাতার কাছে চাইবো প্রার্থণায়
সে যেন বর দেয় আমায়,
চশমা হয়ে ঠাঁই যেন পাই,
তোমার নাকের ডগায়,
ভালবাসায় ভালবাসায়।।