সয়ম্বরা বৈশাখী ॥ প্রভা পলি

বাজে স্বয়ম্বরা অনুষ্ঠানে মন্দিরা আর বীণ
বোশেখ মাসের প্রথম দিবস উৎসবটার দিন
রূপকথা’রই চুপকথা সব কবিতা গানে রয়
বাংলাঢোলের সংগত সুর বাংলাবোলেই হয় –

 

চৈত আড়ঙ্গের সংক্রান্তির মিষ্টি পুতুল কনে
হলদি বাটে মেন্দি বাটে নিজেই সংগোপনে
পঞ্চ কবির সুরে বাঁজে তালের পাতার বাঁশি
পাপড়ি মেলা পুষ্পে দোলে মৌমাছিদের হাসি –

 

দিনের শুরু পান্তা ইলিশ গামছা বাঁধা দই
নাগরদোলায় দোল দিয়ে খায় বিন্নি ধানের খই
কাঁচের চুরি রঙ্গীন ফিতে হাওয়াই মিঠাই আর
ষোল আনা বাঙ্গালি আজ বাংলাতে কারবার –

 

নৌকা বাইচে বদর বদর উথাল পাথাল ঢেউ
হাজার নদীর দেশ ছাড়া তা বুঝবে না আর কেউ
সোনার কাঠি রূপোর কাঠি হাতে মাঠে ঘাটে
সুয়োরানী দুয়োরানীর আনন্দে দিন কাটে –

 

এমন খুশি এই পৃথিবীর কে আর কোথায় পায়
আবালবৃদ্ধবনিতা যে সুখেই বিষম খায়
সার্বজনীন এমন রেওয়াজ সবাই দেখো এসে
হেথায় নয় হোথায় নয় এই বাংলাদেশে ।

Print Friendly, PDF & Email

Related Posts