জোছনায় রক্তজবা বিষয়ক খসড়া
পুইনের দু’পাশে রক্তজবার দু’টা গাছ ছিল
কী সাংঘাতিক লাল ছিল তাতে ফোটা ফুল
মনে হত থোকা থোকা রক্ত চমকে আছে
বিশাল উন্মোচন ঘটাত সেই ফোটা ফুল
যেন কোথাও আর কিছু বাকি নেই-
সকলই ফুটিয়াছে..
সেই রাত ছিল অসম্ভব ফরসা
রাশি রাশি জোছনা-তরঙ্গ
শ্বেত আগুনে ভরিয়ে দিয়েছে চরাচর
অমল ধবল জোছনার উপর
একটি গাঢ় লাল মদির
রক্তজবাসমেত শাখাটি দুলছিল..
দাঁড়িয়ে পড়ে বিস্মিত-দৃষ্টি নওলকিশোর
তাকিয়ে থাকে নিষ্পলক
নড়েচড়ে ওঠল রক্তজবাটি-
ধবল জোছনার উপর থোকালালের নড়াচড়া
কোথাও প্রবল এক তরঙ্গ
আচমকা ধাক্কা মেরে বসল..
উন্মোচিত করল এই দৃশ্যটি-
ক্লাসে কাজল ছিটকেপড়া পেনসিল উপুড়
হয়ে তুলতে গেল-বুকের ফাঁক গলিয়ে
খাণিকটা জোছনা ঢেউ খেলে যায়-মুহূর্ত মাত্র
সেই মুহূর্তটা লীন হয়ে গেল না সময়স্রোতে
লতিয়ে লতিয়ে দুলতে থাকল-দুলতেই থাকল..