.
তুমি যতই সাজাও উদ্যত বুকে পূর্ণিমা রাত্রিকে
স্মৃতিকথা আন্দোলিত বুকে কালবৈশাখী ধেয়ে আসবেই।
ম্রিয়মাণ আলো জ্বেলে যতই খোঁজ হারানো আলোয়ান
রৌদ্র খরা উষ্ণ খরতাপ স্রোতে ভাসবেই।
.
আমৃত্যু আকড়ে ধরার চেষ্টায় বহমান সময়কে বললাম –
একটু থামো , থামাও তোমার ঋতু ষড়যন্ত্র,
থামাও তোমার সকাল দুপুর সন্ধ্যা।
আমি জীবন বৈচিত্র্যের সন্ধানে সময় বৈচিত্র্য বিরাগি।
.
নদীতে যৌবনের ঢেউ উঠে কিংবা মরা নদীতে চর জাগে
বৈচিত্র্য অভিধাজ্ঞানে আমরাই শতরূপা উপাধিতে ঋতুচক্র পূজারী হই।
অপেক্ষার প্রহর শেষে কালবৈশাখী নৃত্যোৎসব তখন
আমাদের চিত্ত তুষ্টির কতখানি খোরাক যোগাতে পারে?
বদরুজ্জামান জামান, প্যারিস