ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালীতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানিট্রান্সফার প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ প্রবাসীর আরও সুযোগ সুবিধা নিয়ে এবং প্রবাসীদের কষ্টার্জিত টাকা বৈধ পথে দেশে প্রেরণে উৎসাহিত করতে বলোনিয়া শহরে মত বিনিময় সভার আয়োজন করে।
সেন্ট্রাল বলোনিয়ার স্থানীয় একটি রেষ্টুরেন্টে শুক্রবার দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী।
এসময় প্রধান অতিথি বলেন, প্রত্যেক এজেন্ট আমাদের পার্টনার আর গ্রাহকরা হচ্ছেন প্রতিষ্ঠানের প্রাণ শক্তি। আমরা চাই প্রবাসীদের এত কষ্টের অর্থ বৈধ্ চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাবেন, এতে করে দেশ ও আপনি সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন তথ্যাধুনিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬৮ রিয়াল টাইম অন লাইন ব্রাঞ্জ, ২০টি এজেন্ট আউটলেট ও ১৫০ টি এটিএম বুথ এর মাধ্যমে এবং টাকা পাঠানোর পর দেশে গ্রাহকদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে তাৎক্ষনিকভাবে তথ্য জানিয়ে দেয়া সহ বিভিন্নভাবে দ্রুত সেবা দিয়ে আসছি। পাশাপাশি দেশে মোবাইল ব্যাংকিং ফার্স্ট পে শিউর ক্যাশেরও বিশেষ সুযোগ রয়েছে।
ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো: আলী আরও বলেন, প্রবাসীদের অর্থ আমাদের কাছে পবিত্র আমানত, দ্রুত সময় ও শতভাগ নিশ্চয়তা নিয়ে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি গ্রাহক সেবাকে আরও উন্নত ও বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নিষ্ঠার সাথে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের ম্যানেজার মো: হামিদ আলম ও অফিসার রাহাত জামান উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ইতালী জুড়ে ১০০’র অধিক এজেন্ট রয়েছে, যার মাধ্যমে সকল শহর থেকে সেবা পাচ্ছে। আমাদের দায়িত্ব ও সঠিক সেবায় প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশের যেকোন স্থানে পৌছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সম্মানিত এজেন্ট চৌধুরী মিন্টু, আনোয়ার হোসেন, গাফ্ফার ও বিশিষ্ট ব্যবসায়ি মুক্তার সহ অনেকে।