ফয়সল নোই’র কবিতা

খামাখাই তোমারে লাইক মারি

খামাখাই তোমারে লাইক মারি। যতই তুমি চিঠি বিলাও পোস্ট মাস্টার, এর চেয়ে এলাকার পাগল বেশি প্রিয় মানুষের ।

ঝড়ের রাতে শাখা ধরে ঝোলে , নাড়া দেয়, অযৌক্তিক মার্চ পাস্ট করে ডাকাত, বজ্র-বৃষ্টি ও নিঃসঙ্গতার দিকে । তুমি নিষ্ঠুর ফেরত চিঠি আমার। তোমার জন্যে চোখের জল, চাপা কষ্ট, সেতো তোমারই স্মৃতি, ভবিষ্যৎ দহন !

এসব বাইরের পরিচয়, অচেনা ফুলকলি ।

তবু বলি, অতীতের বিদেশে যে যাকে রেখেছে এসে; পুনরায় দেখা হোক। পুরানো কালভার্ট, সিমিত গোধূলি আর জংধরা রেলিং ভেঙ্গে ঝুপ করে খালে পড়ে ওরা হেসে উঠুক ।

২৯/০৪/২০১৮ ইং

 

সে ও তার সঙ্গী আমার বন্ধু নয়

একটা দুইটা কাক-শালিকের জুঁটি
বের হয়ে যার সঙ্গে দেখা হবে

কথা বলাও মানা, চোখ ফিরিয়ে নেবে ।

দেখা হবে এটাও তো নেই ঠিক

তা কি কারো জানা ?

তখন যদি দুঃখ জাগে মনে ! আমার
তোমার, কাক শালিকের জুঁটির

বৃষ্টি জাগা রাতে
আলো জ্বালায় মেঘে বজ্রপাত ।

Print Friendly, PDF & Email

Related Posts