সৈয়দ রফিকুল আলম
কুয়াশা প্রদোষ ভেঙ্গে ডিমভাঙ্গা কুসুমের প্রতিক্ষায় তটে
ঊর্মিদোল তটিনীর বালিকণা নান্দনিক ছোঁয়াতে অঙ্কণ
তুমি কেড়ে নিলে বাক-রক্তকণিকায় ওঠে-নামে প্রবাহন
স্বর্ণচাপার রং গন্ধে স্বর্গীয় সুবাস বিলায় তুলতুল পটে
পাতলা ফুলেল পায়ে ধীরলয়ে আশরীরে উন্মাদি প্রভায়
ফ্রেস্œ শিফন ম্যূরাল কটিস্পর্শে দু’পিচে পৃথিবী লটকানো
প্রকৃতি সংবর্তে ফুটে জমিনে বটিক ফিনফিনে তমাল তনু
মানসকন্যা শে^তভা-দোলে আকাশ বাতাস ঝিরঝির ইরায়
সৃষ্টির প্রসাদগুণ ঈশ^রের মৌলকৃপা নিজ হাতে গড়া
কোন মায়াবী বিভায় প্রসবিত ভূলোকের প্রান্তে পূর্ণী চাঁদে
গ্রীক ভাস্কর্য্ প্রতিমা কর্পূর হাওয়ায় পয়ারে চুম্বক রাগে
কুমারিকা তুমি কাব্য সালংকার বদ্ধে পংক্তিতে অধরা
বিটোফেন সিম্ফনির ঐকতান ব্যঞ্জন মূর্ছনা স্রোত বানে
অনুষ্টুপ মৌনব্রত মোহ নিয়ে শুধু দেখি হৃদঅন্ত ধ্যানে।