ইসমাইল হোসেন স্বপন. ইতালি : লত্তাকমুনিস্তার আমন্ত্রণে, মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালি এবং শিকড় সংস্কৃতিক সংগঠনের যৌথ তত্তাবধানে বাংলায় লেখা ব্যানার নিয়ে অংশ নেয় বাংলাদেশী প্রবাসীরা।
প্রেস ক্লাব এবং শিকড় এর পক্ষে প্রতিনিধিত্ব করেন মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার এবং শিকড়ের সাধারণ সম্পাদক সাংবাদিক তুহিন মাহমুদ।
সমাবেশে বক্তব্য রাখেন লত্তা কমোনিস্তার প্রবীন নেতা আনেল্লো ইগোর সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ।র্যালিটি মিলানোস্হ পিয়াচ্ছা পর্তা ভেনিসিয়া থেকে শুরু হয়ে পিয়াচ্ছা মিসোরিতে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইতালি,বাংলাদেশ,শ্রীলঙ্কা,সেনেগাল সহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা অংশ নেয় এতে। জাতি ধর্ম বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে লাল সাদার বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্লেকার্ড সহ দুনিয়ার মজদুর এক হও স্লোগানে স্লোগানে মুখরিত হয় ইতালির রাজপথ। লাখো জনতার ঢল দেখেই বোঝা যায় গোটা বিশ্বে শ্রমিকের ন্যায্য দাবী এখনও হয়নি পাওয়া, তাই নেমে এসেছে রাজপথে।