বিডি মেট্রোনিউজ ॥ বাসসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে চেয়ারম্যান করে গত ২০ আগস্ট বাসসের তিন বছর মেয়াদি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে সরকার, যা গত ৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
সদ্য বিদায়ী প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ৯ জানুয়ারি তিনি অবসরে গেছেন বলে তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ জানিয়েছেন। ওই দিন থেকেই জ্যেষ্ঠ তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছিলেন বলে জানান তিনি।
পাঁচ বছরের জন্য প্রধান তথ্য কমিশনার নিয়োগ দেয়া হয় জানিয়ে কমিশনের সচিব বলেন, তবে সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত কেউ এ দায়িত্ব পালন করতে পারেন।
২০১২ সালের ১০ অক্টোবর প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ফারুক।