গোবিন্দ চন্দ্র বাড়ৈ
আগস্ট এলেই রক্তের গন্ধ পাই
আপনজনের রক্তের গন্ধ
পিতার রক্তের গন্ধ, মাতার রক্তের গন্ধ
স্বজনদের রক্তের গন্ধ
ছড়িয়ে পড়ে আকাশে, বাতাসে
ব্যাথাতুর করে তোলে হৃদয়
বৃক্ষবনাদি ফুল পাতা
অবোধ পশুদের মাঝে জাগে দুঃখবোধ
পরিবেশ আরও শোকাতুর হয়ে ওঠে
পাখিদের কান্নায় ।
বছরের মাসটির এ গন্ধ
শানিত করে দেশপ্রেমকে,
মনে করিয়ে দেয় শত্রুদের কর্মকান্ড
স্মরণ করিয়ে দেয় তাদের পরিচয়
আমাদের উদ্বুদ্ধ করে
দেশের জন্য জীবন দিতে ।
পিতার রক্তের এ গন্ধ ছুঁয়ে যায়
আমাদের দেহ-মন
আর এ গন্ধ ছুঁয়ে বার বার শপথ নেই
আমরা ভুলিনি, ভুলব না তোমাকে
আমরা এগিয়ে যাব তোমার নির্দেশিত পথে।
পিতা তুমি আশীর্বাদ কর
তোমার রক্তের গন্ধ যেন চিরদিন হয় আমাদের পাথেয়।
আগস্ট, ২০১৮