বিডি মেট্রোনিউজ ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ইত্তেফাক ইউনিট নির্বাচনে আবুল খায়ের ইউনিট চিফ ও মোহাম্মদ আল-মামুন ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন।
গতকাল ইত্তেফাক বার্তা কক্ষে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে নবনির্বাচিত নেতৃদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. তাজাম্মেল হক এবং ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আক্তার ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়।