সবুজ ত্রয়ী

IM
জীবনের পঙ্ক্তিমালা // কাজী জুবেরী মোস্তাক

অসহায় জীবনের পরিত্যক্ত দেয়াল জুড়ে
শেওলা কাঁদার মতোই কষ্টেরা পরে আছে ,
স্মৃতির বনসাই সাজানো হৃদয় করিডোরে
আশাগুলো আলোক লতার মতো ঝুলছে ।

যন্ত্রণারা ড্রইং রুমে অগোছালো পড়ে আছে
আর স্বপ্নগুলো আছে সিলিংয়ে বন্দী পড়ে ,
ইচ্ছেশক্তিটা আজ এখনো জীবিতই আছে
কিন্তু ব্যার্থতার চোরাবালিতেই আছি পড়ে  ।

অশ্রুজল আজ হুরমুরিয়ে দু’চোখে ঝড়ছে
তবু চশমায় সে জল রেখেছি আড়াল করে ,
কপালে আজ দুঃচিন্তার রেখা ভীড় করেছে
তাকে ঠিকই রেখেছি হাসির আড়াল করে ।

জীবনটাই যেন বড় বোঝা জীবনের কাছে
প্রতিনিয়ত বাস্তবতার কষাঘাত সহ্য করে ,
আত্মহত্যা মহাপাপ তাইতো আজও বেঁচে
অথচ নিত্য জীবন চিতায় ছাই হচ্ছি পুড়ে ।

Ankhi-Khanam+
ফুল // আঁখি খানম

আমি কুমড়ো ফুল,
তুমি কি তা জান, গোলাপ?
তোমার অনেক রঙ লাল, সাদা, গোলাপি,
হলুদ, খয়েরি, বেগুনি, কালোটাও জানি।
আমার শুধু হলুদ বর্ণ,
তাতেই আমি হয়েছি ধন্য।

শুধু রূপেই তুমি ভরোনি ভূবন,
সুবাসে তোমার মুগ্ধ পবন।
তাই তো তুমি ফুলের রানী।
আমরা তোমায় গুরু মানি।
কি যে বল ? কুমড়ো ফুলটি,
মিষ্টি তুমিও ভারি, বলেছি ভুল কি?

তোমায় ঘিরে সবুজ পাতা –
লকলকে কত কচি লতা।
প্রাণময় তুমি, কত সজীবতা !
কুমড়ো কি গোলাপ, কি গেল এলো ?
ফুল তো ফুলই বল।

গোলাপ আমি, ছড়াই শোভা ।
কুমড়ো হয়ে তুমি দাও সেবা।
সেবা আর শোভায় ভরাব ভূবন।
যতদিন রবে জগত ও জীবন।

Badhon-Siddique+
তোমার নয়নে // বাঁধন সিদ্দিকী

তোমার দু’খানি নয়নে
আঁখি দু’খানি মুদিয়া
চোঁখ দু’খানিতে পরি যে
নীল নীর ভরা চশমা।

মুই তো নীল প্রশান্তে আঁকা
দেখি না গো নীহারিকা।

প ড় তে প ড় তে
রণ ক্লান্ত।
আর ভালবাসে সাভার থেকে ধরলা
ঝাল দিয়া মধুবালা
রাখলা নিয়া চাঁন্দে।
তাতে ক্লান্ত হও নাই।

এইবার ছুটি চাই . . . .

Print Friendly, PDF & Email

Related Posts