বরগুনায় ডাকাত ইদ্রিস মোল্লা গ্রেফতার, থানায় আত্মহত্যার চেষ্টা

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় ৫ টি ডাকাতি মামলার আসামী ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের রোডপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ইদ্রিস মোল্লা রোডপাড়া গ্রামের মুসলিম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস মোল্লার বিরুদ্ধে বরগুনা সদর থানায় ৩টি এবং ঢাকা তুরাগ থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে। ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করে বরগুনা সদর থানা হাজতে রাখা হলে, হাজতের বাথরুমে ঢুকে তিনি নিজের গায়ের জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে পুলিশ তাকে মূমূর্ষু অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবির মোঃ হোসেন জানান, বরগুনা সদর থানার এসআই ওবায়দুল, এসআই আসাদ, ও এএসআই সোহেল খাঁন গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম অভিযান চালিয়ে দুর্ধর্ষ ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Print Friendly, PDF & Email

Related Posts