বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গে আগামী দিনে তৃণমূলের রাস্তা যে খুব একটা মসৃণ হবে না, সেই লিখন এখন বেশ স্পষ্ট বাংলার রাজনৈতিক দেওয়ালে। বৃহস্পতিবার ফলাফল সামনে আসার পর থেকে একটু যেন চুপই আছেন তৃণমূলনেত্রী। প্রথামাফিক এখনও কোনও শুভেচ্ছা জানাননি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীকে। গতকাল শুধু টুইট করে বলেছিলেন, ‘‘জয়ীদের অভিনন্দন। কিন্তু যাঁরা হেরেছেন, তাঁরা সবাই হারেননি। আমাদের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে এবং তার পরে আমরা আমাদের মতামত আপনাদের জানাব।’’
আগামীকাল, অর্থাৎ ২৫ মে দলের পর্যালোচনা কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। তার আগে শুক্রবার ফের টুইট করে একটি কবিতা সামনে আনলেন তিনি। সেই কবিতার প্রতিটি লাইনেই ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন তিনি। বার বার বলার চেষ্টা করেছেন, ধর্মীয় সাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাস করেন না।
মানি না pic.twitter.com/7rvliPLZrV
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019