বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ম্যাচ কখনও শ্রীলঙ্কার দিকে হেলে যাচ্ছিলো, আবার কখনও আফগানিস্তানের দিকে। শেষ পর্যন্ত প্রদীপ ও মালিঙ্গার বোলিং নৈপুণ্যে ৩৪ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়। আফগানদের জন্য সহজ জয়টা কঠিন হয়ে যাওয়ায় প্রথম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার বিশ্বকাপের ৭ম ম্যাচে কার্ডিফে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে হারা লঙ্কান অধিনায়ক জানান, এই কন্ডিশন বুঝে ব্যাটিং করতে পারলে ভালো সংগ্রহ করা সম্ভব। আফগান দলে নেই কোন পরিবর্তন। শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটি। জীবন মেন্ডিস একাদশের বাইরে এবং একাদশে ঢুকেছেন নুয়ান প্রদীপ। এই ভেন্যুতে কখনও জিতে নি শ্রীলঙ্কা। আর এই ভেন্যুতে আগে কখনও খেলেনি আফগানিস্তান।
টুর্নামেন্টে দুটি দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারে শ্রীলঙ্কা। একইদিন অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব-উর-রহমান, হামিদ হাসান, দৌলত জাদরান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০১/১০ (৩৬.৫ ওভার/৪১ ওভার) (করুণারত্নে ৩০, কুশল পেরেরা ৭৮, থিরিমানে ২৫, মেন্ডিস ২, ম্যাথুস ০, ধনাঞ্জয়া ০, থিসারা পেরেরা ২, উদানা ১০, লাতমাল ১৫*, মালিঙ্গা ৪, প্রদীপ ০; দৌলত ৩৪/২, হামিদ ৫৩/১, মুজিব ১৯/০, নবী ৩০/৪, নাইব ৩৮/০, রশিদ ১৭/২)
আফগানিস্তান : ১৫২/১০ (৩২.৪ ওভার/৪১ ওভার) (শাহজাদ ৭, জাজাই ৩০, রহমত ২, শাহিদি ৪, নবী ১১, নাইব ২৩, নাজিবুল্লাহ ৪৩, রশিদ ২, দৌলত ৬, হামিদ ৬, মুজিব ১*; মালিঙ্গা ৩৯/৩, লাকমাল ২৭/০, উদানা ২৮/১, প্রদীপ ৩১/৪, থিসারা ১৯/১, ধনাঞ্জয়া ৭/০)
ম্যাচসেরা: নুয়ান প্রদীপ