মাশরাফী বনাম মরগান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শুক্রবার কার্ডিফে সকাল থেকে বৃষ্টি। সোফিয়া গার্ডেন্সের সেন্টার উইকেটসহ মাঠের অনেকটা জায়গাই ঢেকে রাখা। ম্যাচের একদিন আগে ইনডোর নেটেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।

প্র্যাকটিসের সময় সবচেয়ে বেশি সপ্রতিভ দেখা গেছে মুশতাক আহমদকে। তিনি ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে ইংলিশ স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরকেও বল রিড করা সম্পর্কে পরামর্শ দিতে দেখা গেল।

প্রেস কনফারেন্সের অনেকটা জুড়ে ছিল দুটি বিষয় – আবহাওয়া এবং ২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডেলেইডের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। অ্যাডেলেইডের ম্যাচ নিয়ে যতগুলো প্রশ্ন করা হয়েছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে তার সবই এড়িয়ে গেছেন তিনি। বোঝা গেল, সেই ম্যাচের কোনো স্মৃতিই আর ধরে রাখতে চাচ্ছে না এই নতুন ইংল্যান্ড দল।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার কি ইংল্যান্ডের ক্রিকেটে প্রভাব ফেলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাদ পড়েছি, আর কিছুই হয়নি।

আবহাওয়া নিয়েও তেমন বিচলিত নন মরগান। তিনি বলেন, উইকেট এখনো কভারের নিচে, সিমারদের জন্য সুবিধা হবে। ঘাসও ভালো থাকতে পারে উইকেটে।

পেস বোলিং অলরাউন্ডারসহ পাঁচজন সিমার নিয়েই দল গড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ হেরে কি চাপে পড়েছে ইংল্যান্ড?

অধিনায়ক মরগানের মতে সেটা ছিল একটা রিয়েলিটি চেক। ফিল্ডিংয়ের কথাই আলাদাভাবে বলেন তিনি, পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংটা খারাপ হয়েছে, ফিল্ডিং ঠিকঠাক করতে পারলে রানের ব্যবধানটা থাকতো না। তবে বাংলাদেশকে ভালো দলের খেতাব দিয়েছেন ইয়ন মরগান।

তিনি বলেন, বছরের পর বছর টানা ক্রিকেট খেলে যাওয়া এবং মোটামুটি একই দল রাখা বাংলাদেশকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশ এখন বেশ অভিজ্ঞ দল এবং তারা যে কাউকে হারানোর সামর্থ্য রাখে।

বাংলাদেশের ট্রেনিং সেশন ছিল দ্বিতীয়াংশে। কার্ডিফের ঘড়িতে শুক্রবার যখন দুপুর দুটা তখন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আসেন প্রেস কনফারেন্সে। এখানেও সেই অ্যাডেলেইড প্রসঙ্গ। মাশরাফীর মতে অ্যাডেলেইডে ইংল্যান্ডকে হারানোর পর থেকে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারবে এই মনোভাব নিয়ে মাঠে নামে। কিন্তু শনিবারের ম্যাচটিকে “সম্পূর্ণ নতুন দিন” বলে উল্লেখ করেন মাশরাফী।

তিনি বলেন, আগে যা হয়েছে সেটা পুরাতন, কাল নতুন করে টস হবে, নতুন বলে খেলা হবে, কাল আমরা কী করি সেটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের সাংবাদিকরা বলছেন ইংল্যান্ডই জিতবে বিশ্বকাপ, এটা আমরাও মানি যে তারা ফেভারিট, কিন্তু বাংলাদেশ ছোট দল হিসেবে মাঠে নামবে না।

মুশফিক ভুল করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা নিয়ে কি মুশফিকের মন খারাপ? জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। অধিনায়ক মাশরাফী বলেন, মুশফিক সম্পূর্ণ ঠিক আছে, এখনো অনেকেই তার সেরাটা দিতে পারেনি, কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে আঙ্গুল তোলা উচিৎ না।

নিউজিল্যান্ডের বিপক্ষে কি একটু রক্ষণাত্মক ছিলেন মাশরাফী? এই প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, “জিতলে এমন প্রশ্ন উঠতো না, হারলেই প্রশ্ন বদলে যায়, দেখবেন সাকিব যখন বল করছিলো রস টেলর, উইলিয়ামসনকে আমরা চেপে ধরেছিলাম, উইকেট আসেনি তবে চেষ্টা করেছি, আর বোলাররাও চাহিদা অনুযায়ী ফিল্ডিং সাজায়, সবাই চায় উইকেট নিতে।”

সূত্র: বিবিসি

ছবি: ওভালে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড দলের অধিনায়ক।

Print Friendly, PDF & Email

Related Posts