টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর একই মাঠে নিজেদের পরের ম্যাচে একাদশে পরিবর্তন আনার প্রয়োজন মনে করেনি বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হারের পর বাংলাদেশ কোনো পরিবর্তন আনবে কি না, প্রশ্নটা উঠছে।

কাল সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, খুব বেশি পরিবর্তন আনার যৌক্তিকতা তিনি দেখেন না, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন করলে দলের জন্য ভালো হবে। তবে হ্যাঁ, কন্ডিশনের কথা মাথায় রাখতে হবে। এভাবে বৃষ্টি হতে থাকলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’

প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই বারবার যে প্রশ্নটা শুনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, পেসার রুবেল হোসেন সুযোগ পাবেন কি না। গত বিশ্বকাপে অ্যাডিলেডে রুবেলের সেই দুর্দান্ত পারফরম্যান্স চলে আসছে চোখের সামনে। দলীয় সূত্রে জানা গেল, একাদশে পরিবর্তন না আনার পক্ষে টিম ম্যানেজমেন্ট। শেষ অবধি রুবেল দলে আসেনি।

তবে কার্ডিফে সোফিয়া গার্ডেনে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Print Friendly

Related Posts