বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চলচ্চিত্রে হঠাৎ ঝড় তুলেছিল জাজ মাল্টিমিডিয়া। দিয়েছিল নতুন নতুন নায়ক-নায়িকা উপহার। আবার যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিতর্কের মধ্যেও পড়ে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।
সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে ঋণ খেলাপী এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠার পর থেকে তার লাপাত্তা হয়ে যাওয়ার কারণে এর কার্যক্রম স্থগিত।
জাজ মাল্টিমিডিয়া শুরু থেকে তার নির্মিত সিনেমায় যেসব নতুন নায়ক-নায়িকা অভিনয় করতেন তাদেরকে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করে রাখত। জাজের সিনেমা ছাড়া তারা অন্য কোন প্রতিষ্ঠানের সিনেমা করতে পারত না। অবশ্য এসব নায়ক-নায়িকাদের মাসিক ভিত্তিতে বেতন দেয়া হতো।
এ বেতনের তালিকায় বেশ কয়েকজন নতুন নায়ক-নায়িকা রয়েছেন। এদের মধ্যে পূজা চেরি অন্যতম। জাজ মাল্টিমিডিয়া থেকে তার প্রতি মাসের বেতন বন্ধ হয়ে গেছে। জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পূজার একার এই সমস্যা হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ায় যারা কাজ করেন তাদের প্রত্যেকে মাসোয়ারা বেতনে কাজ করেন। তাদেরকে প্রতি মাসেই পারিশ্রমিক দিয়ে দেয়া হয়। এখন আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটা আটকে আছে। আগামী দুই একমাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
শুধু পূজার নয় প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতনও বকেয়া পড়েছে। অনেকে ইতোমধ্যে চাকরি ছেড়েছেন। মাসিক বেতন বন্ধ হয়ে যাওয়ায় পূজা চেরী তার ঘনিষ্টজনদের নাকি বলেছেন, জাজ মাল্টিমিডিয়ায় ছিলাম ভালোই ছিলাম। সব রকম ভরণ-পোষণ আজিজ ভাই বহন করতেন। এখন তিনিও নেই তাই মাসিক বেতনও বন্ধ।