ওয়ার্নারের সেঞ্চুরিতে রানের পাহাড় অস্ট্রেলিয়ার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের সুবাদে দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রান করে অসিরা।

নটিংহামের ট্রেন্টব্রিজের ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে ১৪৭ বল মোকাবেলা করে ১৪টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ওয়ার্নার।

এছাড়া তিন নম্বরে নামা উসমান খাজা ৭২ বলে ৮৯, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫১ বলে ৫৩, গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ৩২ রান করেন। বাংলাদেশের সৌম্য সরকার ৮ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নেন। ৯ ওভারে ৬৯ রানে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশকে জিততে হলে এই বিশাল রানের পাহাড় টপকাতে হবে।

এর আগে কখনো কোনো দল বিশ্বকাপে ৩৩০ রানের বেশি করে তাড়া করে জিততে পারেনি। ২০১৫ সালে আয়ারল্যান্ড ৩২৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এটাই এখন পর্যন্ত বিশ্বরেকর্ড। তামিম-সাকিবকের জিততে হলে গড়তে হবে নতুন ইতিহাস।

Print Friendly, PDF & Email

Related Posts