চিকিৎসককে মারধর, প্রতিবাদে বরগুনায় এক ঘণ্টা সেবা বন্ধ

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমানকে মারধর করার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে তারা এক ঘণ্টা বন্ধ রেখেছেন বর্হিবিভাগসহ সকল চিকিৎসাসেবা।

এতে ভোগান্তিতে পড়ছেন হাজারো রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসককে মারধরের ঘটনায় শুক্রবার (২১ জুন) রাতে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে খিঁচুনি ও বমিসহ আব্দুলহ নামের জেলা স্কুলের নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা। রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু স্বজনরা বিলম্ব করায় বরগুনা হাসপাতালেই ওই ছাত্রের মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডা. মসিউর রহমানকে মারধর করেন তারা।

Print Friendly

Related Posts