কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটি নেই ২বছর ৩ মাস। কমিটি ছাড়াই চলছে দুমকি উপজেলা ছাত্রলীগ।
২০১৭ সালের ৬ই এপ্রিল আনিসুজ্জামান সোহাগকে সভাপতি মোঃ সোহেল শরীফকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। কিন্তু গঠনতন্ত্র পরিপন্থী ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি অনুমোদন দেয়ায় ১০ই এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কমিটি বিলুপ্ত ঘোষণার পর দীর্ঘ ২বছর ৩মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষনা করা হয়নি।
তবে বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ পটুয়াখালীতে সাংগঠনিক সফরে আসলে উপজেলা সমূহে কমিটি গঠনের বিষয়ে জোরালো নির্দেশ দেন। তাই কমিটি করার বাধ্যবাধকতা থাকায় পদ প্রত্যাশীরা সরব রয়েছেন মাঠে। আর জেলা নেতাদের কাছে চালিয়ে যাচ্ছেন জোর লবিং।
একাধিক সূত্রে জানা যায়, যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে। তাই নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা। উপজেলার যেসব ছাত্রনেতা জোড়ালো লবিং চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে সাবেক সহ-সভাপতি মোঃ মিরাজ খন্দকার, মোঃ সবুজ সিকদার, এইচ এম রিয়াদ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।