ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের একদিনের বেতনে ১০ ভিক্ষুক পুনর্বাসন

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের একদিনের বেতন ১০ ভিক্ষুককে পুনর্বাসনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ বিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

পরে উপজেলা চত্বরে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের একদিনের বেতন থেকে ১০ জন ভিক্ষুককে ১০ টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি দেওয়া হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ভিক্ষুক পুনর্বাসন ফান্ডে নগদ ১ লক্ষ টাকা দেন।

Print Friendly

Related Posts