দুমকিতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু!

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গ্রাম্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মমতাজ বেগম ৩৫ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে।

মমতাজ বেগমের স্বামী দিনমজুর রবিউল আলম জানান, বুধবার সকালে মুখে ঘা জনিত কারণে হাতুরে ডাক্তার সুনীল শীলের পরামর্শে তার বাড়ীতে ইনজেকশন নিতে গেলে ডাক্তার সুনীল শীলের হাত কাঁপায় গবাদি পশুর চিকিৎসক রনজিত কে ইনজেকশন দিতে বলেন। রনজিত একহাতে দুবার চেষ্টা করে ব্যর্থ হলে মমতাজ ইনজেকশন না দেয়ার জন্য অনুরোধ করে। পরে রনজিত জোর করে অন্য হাতে ইনজেকশন দিতে গেলে গৃহবধূ মমতাজ চেয়ারে বসা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সন্ধ্যায় মৃত মমতাজ বেগমের বাড়ীতে গিয়ে দেখা যায় ৫টি ছোট অনাথ সন্তানেরা তার মায়ের লাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।

গ্রাম্য হাতুড়ে ডাক্তার সুনীল শীল ও রনজিত শীল পলাতক থাকায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly

Related Posts