নবীনগর পৌরসভার ২০১৯-২০২০ সালের বাজেট ঘোষনা

জ.ই. বুলবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার পৌরসভার কার্যালয়ে ৭৭ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার ৬৯৩ টাকা ৫৬ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন নবীনগর পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন।

বাজেটে রাজস্ব আয় খাত থেকে ৩ কোটি ৭০ লক্ষ ১৫ হাজার ৭শত ১২ টাকা ৭পয়সা ও উন্নয়ন খাত থেকে  ৭৩ কোটি ৯১লক্ষ ২৬ হাজার ৯শত ৮১টাকা ৪৯ পয়সা দেখানো হয়েছে। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লক্ষ,৩০ হাজার, ৪শত ৯টাকা ১৯ পয়সা।

এই প্রস্তাবিত বাজেটে পৌরভবন নির্মান,শিশু পার্ক,পৌর অডিটোরিয়াম,কসাই খানা,ড্রেইন ,রাস্তা ও ব্রীজ কালভাট নির্মান, এ ছাড়া কবরস্থান ও শ্মশানের উন্নয়ন,বর্জ্য ব্যবস্থাপনা ,বস্তি উন্নয়ন,পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন,নর্দমা,খাল পরিস্কার পরিচ্ছন্নতা ও রক্ষনাবেক্ষন,UGIIP-III-প্রকল্প এর আওতায় GAP I PRAP বাস্তবায়ন সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।

বাজেট সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।

বাজেট ঘোষনার সময় সাংবাদিকসহ সকল পৌর কাউন্সিলর  ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts