বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বড় লক্ষ্য তাড়ায় যে লড়াকু মনোভাব প্রয়োজন তার ছিঁটোফোঁটাও মিললো না ভারতের ব্যাটসম্যানদের কাছ থেকে। যে-ই এলেন থিতু হওয়ার চেষ্টায় নিলেন সময়, রান পেলেও খেললেন ধীর ইনিংস।
সেঞ্চুরিয়ান রোহিত শর্মা কিছুটা মারমুখী হলেও পুরো ম্যাচে পারেননি খুব একটা জয়ের আশা জাগাতে। গোটা আসরে এখন পর্যন্ত দাপট দেখানো ভারতকেও পাওয়া গেল না ভারত সুলভ খেলা খেলতে। পরিণতি, প্রথম হারের স্বাদ পেল বিরাট কোহলির দল। আর উড়ন্ত ভারতকে মাটিতে নামিয়েই দুই ম্যাচ পর জয়ে ফিরল স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের জবাবে ৩০৬ রানে থামে ৫ উইকেট হারানো ভারত। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারটি ৩১ রানের। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া ধোনি অপরাজিত ছিলেন ৪২ রানে।
এই জয়ে পাকিস্তানকে (৮ ম্যাচে ৯ পয়েন্ট) টপকে ফের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ইংল্যান্ড (৮ ম্যাচে ১০ পয়েন্ট)।ভারতের এই হারে সেমিফাইনালের স্বপ্ন আরেকটু ফিকে হয়ে গেল ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা বাংলাদেশের।
অসম্ভবকে সম্ভব করতে নিজেদের দুটি ম্যাচে (ভারত ও পাকিস্তান) জয় ছাড়াও ইংল্যান্ডের বাকি ম্যাচটিতে (নিউজিল্যান্ড) হার কামনা করতে হবে বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৩৭/৭ (রয় ৬৬, বেয়ারস্টো ১১১, রুট ৪৪, মর্গ্যান ১, স্টোকস ৭৯, বাটলার ২০, ওকস ৭, প্লানকেট ১*, আর্চার ০*; শামি ১০-১-৬৯-৫, বুমরাহ ১০-১-৪৪-১, চেহেল ১০-০-৮৮-০, পান্ডিয়া ১০-০-৬০-০, কুলদীপ ১০-০-৭২-১)।
ভারত : ৫০ ওভারে ৩০৬/৫ (রাহুল ০, রোহিত ১০২, কোহলি ৬৬, পান্ত ৩২, পান্ডিয়া ৪৫, ধোনি ৪২*, কেদার ১২*; ওকস ১০-৩-৫৮-২, আর্চার ১০-০-৪৫-০, প্লানকেট ১০-০-৫৫-৩, উড ১০-০-৭৩-০, রশিদ ৬-০-৪০-০, স্টোকস ৪-০-৩৪-০)।
ফল : ইংল্যান্ড ৩১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জনি বেয়ারস্টো।