দুমকিতে রাস্তা কেটে একটি পরিবারকে অবরুদ্ধ

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে রাস্তা কেটে একটি পরিবারকে অবরুদ্ধ করলেন সরকারি কলেজের এক শিক্ষক।  আর তা ভৈাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে রাস্তা কাটার এমন দৃশ্য দেখা যায়। এছাড়া ওই ভিডিওতে পরিবারটিকে বাড়ী থেকে উৎখাত করার হুমকি দিতেও দেখা যায়।

সরেজমিনে গেলে দেখা যায়, দুমকি গ্রামের আতাহার হাওলাদার বাড়ীর চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি।  ওই পরিবারটির চলাচলের একমাত্র রাস্তাটি কেটে পথ বন্ধ করে পরিবারটিকে অবরুদ্ধ করা হয়েছে।

অবরুদ্ধ আতাহার হাওলাদার বলেন, আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি কেটেছে হাবিবুর রহমান মৃধা। আমরা এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছি। হাবিবুর রহমান মৃধাকে বলেছি আপনি এ বছর হজ করতে যাবেন রাস্তাটি কেটে আমাদের চলাচলের পথ বন্ধ করবেন না। শিক্ষক হাবিবুর রহমান মৃধা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমার জায়গার রাস্তা আমি কেটেছি, কিন্তু বাড়ী থেকে উৎখাত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

জানা যায়, মোঃ হাবিবুর রহমান মৃধা এখানের সরকারি জনতা কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ।

Print Friendly, PDF & Email

Related Posts