বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চলতি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হয় ২ জুন লন্ডনের কেনিংটন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। পরে ৫ জুন একই মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। এরপরই শুরু হয়ে যায় বিভিন্ন ভেন্যুতে যাত্রার পালা।
কার্ডিফে ইংল্যান্ড, ব্রিস্টলে শ্রীলঙ্কা (ম্যাচ পরিত্যক্ত হয়), টন্টনে ওয়েস্ট ইন্ডিজ, নটিংহ্যামে অস্ট্রেলিয়া, সাউদাম্পটনে আফগানিস্তান ও বার্মিংহামে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত মাঝে কেটে গেছে ২৭টি দিন।
এ ২৭ দিন পর পুনরায় লন্ডনে ফিরেছে মাশরাফি বিন মর্তুজার দল। লক্ষ্য রাউন্ড রবিন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলা। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ দল।
সে ম্যাচ খেলতে বুধবারই বার্মিংহাম থেকে লন্ডনে ফিরেছে টাইগাররা। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা লন্ডনের উদ্দেশ্যে বার্মিংহাম ছেড়ে আসে পুরো দল। প্রায় পৌনে ৪ ঘণ্টার বাস যাত্রা শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে) লন্ডনে নিজেদের হোটেলে চেক ইন করেছে টাইগাররা।
পরে বুধবার আর কোনো কার্যক্রম রাখা হয়নি দলের। তবে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচের আগে স্থানীয় সময় সকাল ১০টা থেকেই অনুশীলনে নেমে পড়বে পুরো দল।