জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান,আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান।’ মানিকগঞ্জের খালপাড়ে শহীদ রফিক চত্বরের একটি দেয়ালে এমনটি লেখা। দেয়ালের উপরে লেখা‘মানবতার দেয়াল’। যা দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। দেশের বিভিন্ন স্থানে ও ফেসবুকে এমন কার্যক্রম চললেও মানিকগঞ্জে এটিই প্রথম। দেয়ালে তিনটি হ্যাঙ্গারে সাজানো রয়েছে সারি সারি পুরনো কাপড়।
শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েত হোসেন প্রতীকের উদ্যোগে এটি তৈরি করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম সানভি,যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য সবুজ হোসেন, পৌর ছাত্রলীগের মো: শাহীনুর ইসলাম,অনি খান,কাইয়ুম,রাকিব,আশিক,রানা খান, বিকাশ,মিলন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের কানন,জাফর,শাওন,রাহাত,সজিব,রানা,হ্দৃয়,রিয়াজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। সেখানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালের নভেম্বরে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ নেওয়া হয়। এরপর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে এমন উদ্যোগ নিতে দেখা যায়। কিশোরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের ‘মহানুভবতার দেয়াল’ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। ‘মানবতার দেয়াল’র উদ্যোগ নেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও।