কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা প্রতিষ্ঠার ১৯বছরে পদার্পণ করায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে পীরতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম সালাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহজাহান আকন সেলিম, ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ হাওলাদার, মোঃ জাফর উল্লাহ, দুমকি প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর শহিদুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাঈম হোসেন, দুমকি একে মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম শহীদুল ইসলাম খলিল প্রমুখ।
বক্তারা ২০০০ ইং সালের ৮ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুমকি উপজেলা প্রতিষ্ঠা করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সন্ত্রাস মাদকমুক্ত দুমকি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।