জাবিতে মানববন্ধন: ধর্ষকের শাস্তি মৃত্যদন্ড করার দাবি

জাবি প্রতিনিধি: স্কুল ছাত্রী সামিয়া আফরিন সায়মার উপর পাশবিক নির্যাতনকারী ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, এমন পৈশাচিক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসির জোড় দাবি জানাচ্ছি। আজ আমরা মানববন্ধন করছি। তাতে যদি কাজ না হয়, তাহলে আরো যদি অন্য কোন পদপে নিতে হয় আমরা সকলকে নিয়ে তা গড়ে তুলবো।’

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিচারের যে দীর্ঘসূত্রিতা এতে অনেকের ধৈর্য থাকে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অর্থনীতি বিভাগের শিার্থী জয়ীতাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

Related Posts