কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ যৌন হয়রানি, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস, দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা দুমকিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মানবপাচার প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।