সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে ২শ’ আম গাছের চারা রোপণ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের দুইশত আম গাছের চারা রোপন করেছে পাখি লালন করি (পালক) নামের একটি পরিবেশবাদী সংগঠন।

কলেজটির উদ্ভিদ বিদ্যা বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ড ও বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক এই কর্মসূচীতে সহায়তা প্রদান করে।

রবিবার দুপুরে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল আমিন একটি গাছ লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর বশীর আহমেদ, পালকের সদস্য দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের প্রভাষক জাফর ইকবাল, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক মো: নাদিম হোসেন, বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট ও হেল্পিং মাইন্ড-এর প্রতিনিধি ও কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts