আদালতে তৃতীয় দফায় রিমান্ডে রিফাত ফরাজী, সাইমুনের স্বীকারোক্তি

ইফতেখার শাহীন, বরগুনা : আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অভিযুক্ত সাইমুন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আর রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে তৃতীয় দফায় আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে চতুর্থ দফার রিমান্ড শেষে সাইমুনকে এবং দ্বিতীয় দফায় রিমান্ড শেষে রিফাত ফরাজীকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সাইমুন আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর কাছে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর নয়ন বন্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের পর উদ্ধার হওয়া অস্ত্রের জন্য পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় ৭ দিনের রিমান্ড শেষে রিফাত শরীফ হত্যা মামলায় রিফাত ফরাজী ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিফাত শরীফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, চতুর্থ দফার রিমান্ড শেষে সাইমুন রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাত ফরাজীর তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত রিফাত ফরাজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বীকারোক্তি দেয়া শেষে আদালত সাইমুনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
Print Friendly, PDF & Email

Related Posts