মিন্নির রিমাণ্ড বাতিলের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আয়েশা সিদ্দিকা মিন্নির রিমাণ্ড বাতিল চেয়ে মৌখিকভাবে আবেদন করলে তাতে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত বলেছেন, মামলাটি তদন্ত পর্যায় আছে। এ অবস্থায় আমরা এ বিষয়ে হস্তক্ষেপ করবো না। বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ কথা বলেন।

মিন্নির রিমাণ্ড পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আইনজীবী মো. ফারুক হোসেন আদালতে উত্থাপন করেন। কিন্তু আদালত তার আবেদনে সাড়া দেননি।

পরে আইনজীবী ফারুক হোসেন বলেন, আমরা বলতে চেয়েছিলাম মামলার বাদী তিনি তার সর্বোচ্চ আস্থাভাজন ব্যক্তিকে মামলার এক নম্বর সাক্ষী করেন। সেখানে এক নম্বর সাক্ষীকে গুরিয়ে পেঁচিয়ে তাকেই উল্টো এ মামলার আসামি বানানো হচ্ছে। তিনি বলেন, আমরা আদালতের কাছে বলেছি, এ মামলার চার্জশিটভুক্ত পাচঁ আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। সেখানে মামলার এক নম্বর সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড চাওয়া হয়েছে। তাকে রিমাণ্ডে নেওয়ার কারনে মামলাটি অন্যদিকে চলে যেতে পারে।

Print Friendly

Related Posts