ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরিফ হত্যা মামলার এজাহারভূক্ত ৩ নম্বর আসামি রাশিদুল হাসান ওরফে রিশান ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সকাল ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বৃহস্পতিবার সকাল ১১ টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তবে কোথা থেকে রিশান ফরাজিকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা তিনি জানাননি।
প্রেস ব্রিফিংএ তিনি বলেন, গত ২৬ জুন বহুল আলোচিত রিফাত শরিফ হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে। তার মধ্য হতে ১০ জন আসামিকে ১৬৪ ধারায় জবান বন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরন করা হয়েছে। ৪ জন আসামিকে আদালতের অনুমতিক্রমে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে (রিমান্ডে) এনে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও বলেন, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে রিফাত হত্যাকান্ড মামলায় আসামিদের সাথে রিফাত শরিফের স্ত্রী মিন্নির যোগাযোগের সম্পৃক্ততা পাওয়া গেছে।