পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরগুনায় কলেজ ছাত্রের আত্মহত্যা

ইফতেখার শাহীন,বরগুনা: এইচ.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাসেল (১৭) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৯ জুলাই) রাত ৯ টার দিকে রাসেল তার নিজের ঘরে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের কাছ থেকে জানা যায়।
রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার বাসিন্দা মো. মালেকের ছেলে। সে এবছর এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। ১৭ জুলাই এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে ইংরেজি ২য় পত্রে অকৃতকার্য হয়। এ কারনে রাসেল আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার পরিবার।
রাসেলের বাবা মালেক বলেন, সারাদিন কাজ শেষে রাতে বাসায় এসে ভাত খেতে ডাকতে গিয়ে দেখি ঘরের দোতলায় আড়ার সাথে তার মৃতদেহ ঝুলছে। ইংরেজি বিষয়ে রিকাউন্টের জন্য আজ টাকাও জমা দিয়েছি।
এ ব্যাপারে বরগুনার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সংকর বলেন, এটি একটি হ্যাংগিং হিস্ট্রি ছিলো। আমাদের এখানে তাকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল তাই আমরা কিছুই করতে পারিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মৃত রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts