রিপন শান: দক্ষিণ বাঙলার বরেণ্য গুণীজনদের সরব উপস্থিতি আর প্রাণবন্ত আয়োজনে বরিশাল মেট্রোপলিটন কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ২০ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ-ইউজিভি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এসএম আলী নেছার ।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন কলেজের উপদেষ্টা ও সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান আ খা মো আবদুর রব, সরকারি বরগুনা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল কাদের, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ডেপুটি রেজিস্ট্রার মো. লোকমান খান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক ফিরোজ আলম, মো. নাসির উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মহাব্বতুল্লাহ মাহেত। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও তাদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে নবীনদেরকে স্বাগত জানিয়ে বরিশাল মেট্রোপলিটন কলেজের মননশীল শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় ।