কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী): “মাছচাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবং মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯।
মঙ্গলবার (২৩ জুলাই) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি এবং মাছের পোনা অবমুক্তকরণ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ।
র্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ লাল কমল লেকে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেন।
এ সময় মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ লোকমান আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।