ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় সরকারি সেবা সংক্রান্ত হটলাইন ৩৩৩- চালু করা হয়েছে। এ হটলাইনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ ভূমি সংক্রান্ত যাবতীয় নাগরিক তথ্য পাওয়া যাবে।
এছাড়াও বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত অভিযোগ এ হটলাইনের মাধ্যমে জানানো যাবে।পাশাপাশি সরকারি সেবা সম্পর্কে জনগণের মতামতও গ্রহণ করা হবে এর মাধ্যমে।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় অফিসার্স ক্লাবে সরকারি সেবা হটলাইন-৩৩৩ -এর প্রচারণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলন এসব তথ্য জানান ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক।
জেলা প্রশাসক জানান, এ হটলাইনের মাধ্যমে সরকারি সেবাপ্রাপ্তি পদ্ধতি, প্রয়োজনীয় ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারিদের ফোন নম্বর, বিভিন্ন দপ্তর এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে।এছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, জুয়া ইত্যাদি বিষয়ে অভিযোগ করা যাবে এ কল সেন্টারে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।