ধামরাইয়ে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ের ৫নং বাইশাকান্দা ইউনিয়নের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে মোট দু’জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে মাঠে রয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ৩ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার। প্রতি কেন্দ্রে রয়েছে ১০জন পুলিশ, ১৭জন আনসার এবং টহলে রয়েছে বিজিবি ও র‌্যাব।

এই উপ নির্বাচনে শামীমুর রহমান ফারুক মোটরসাইকেল এবং বি এম মাসুদ রানা আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
দুজন প্রার্থীই রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোট প্রদান করেছেন।

এই উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও প্রার্থীতা প্রত্যাহার করায় এবং অন্য কোন দল প্রার্থী না দেওয়ায় মোট দু’জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাইশাকান্দা ইউনিয়নের উপ-নির্বাচনে মোট নয়টি ভোট কেন্দ্রের ৩৭টি কক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১৩,৭৭৯। এরমধ্যে পুরুষ ৬,৮৬৪ ও মহিলা ৬,৯১৫।

Print Friendly

Related Posts