দুমকিতে পুলিশের জনসচেতনতা মূলক সভা

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরিতে পটুয়াখালীর দুমকিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫টি ইউনিয়নে পুলিশ জনসাধারনকে সচেতনতা করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে উপজেলার লেবুখালী (পাগলার মোড়) ইউনিভার্সিটি স্কয়ার থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, হাট-বাজার, বাসস্ট্যান্ড ও রাস্তার মোড়সহ জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালানো হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মাইকিং ও লিফলেট বিতরনের মাধ্যমে জনসাধারনকে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যা বিভ্রান্তিকর গুজবে কান দিয়ে গণপিটুনির নামে কেউ আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত থানা পুলিশ বা ৯৯৯ নাম্বারে জানানোর আনুরোধ করেন। লেবুখালী (পাগলার মোড়) ইউনিভার্সিটি স্কয়ারে সকালে প্রচারণাকালে উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম উপস্থিত থেকে বক্তব্যে গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

Print Friendly

Related Posts