গুজব সম্পর্কে দুমকিতে সচেতনতা বিষয়ক সভা

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পদ্মা সেতু ও ছেলে ধরা গুজব সম্পর্কে এক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।

সভায় বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্য কাজী শাহজালাল, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সালামপুর আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্য আ ত ম অলিউর রহমান, দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষা মাওঃ সাইদুর, দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান আলী মৃধ্যা প্রমুখ।

বক্তারা পদ্মা সেতুতে মাথা লাগবে ও ছেলে ধরা গুজব অসত্য ও ভিত্তিহীন। এমন গুজবে কান না দেয়ার জন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

সভায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts